প্রকাশিত: Tue, Apr 23, 2024 12:05 PM
আপডেট: Sat, Dec 6, 2025 11:44 PM

দুনিয়ার সব দম্পতি বাচ্চার বাবা-মা হতে বিয়ে করে, এই ধারণা থেকে বের হয়ে আসেন

জান্নাতুন নাঈম প্রীতি : ইনবক্সে কাউকেÑ ‘আপনারা বাচ্চা নেবেন কিনা’, ‘কবে নেবেন’ টাইপ প্রশ্ন করা ভদ্রতা না। এটা কমনসেন্স। যেমন, একজন আমাকে জিজ্ঞেস করেছেন, আমি কখনো বাচ্চা নেবো কিনা, যখন জেনেছেন নেবো না, তখন বিস্ময় প্রকাশ করেছেন। আমাদের পুরো সমাজের অবস্থাই সম্ভবত এরকম। যেচে পড়ে পরামর্শ দেওয়া ও জানার লিমিট আমাদের নেই। যার সাথে কখনো দেখা হয়নি, কথা হয়নি সামনাসামনি সে জিজ্ঞেস করে বসতে পারে, আপনি কবে বাচ্চা নেবেন? দ্বিতীয়ত যদি আপনি বিবাহিত হয়েও বাচ্চা নেবেন না জানান, তখন শুরু হবে বিস্ময় প্রকাশ করা। কেন ভাই? দুনিয়ার সব দম্পতি বাচ্চার বাবা-মা হতে বিয়ে করে, এই ধারণা থেকে বের হয়ে আসেন। 

বাচ্চা মানে নানান দায়িত্ব, সেই দায়িত্ব নেওয়া হবে কিনা, তা যার শরীর সে সিদ্ধান্ত নেবে। দম্পতি হাসিমুখে ঘুরে বেড়ালেই বাচ্চা নেবার 

সময় জিজ্ঞেস করা বন্ধ করেন। ‘যোভাল নোয়া হারিরি’ একটা বই লিখেছিলেন কয়েক বছর আগে, নাম হচ্ছে- টুয়েন্টি ওয়ান লেসনস ফর টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি। আমাদের সম্ভবত ‘টুয়েন্টি ওয়ান লেসনস ফর টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’স সোশ্যালাইজেশান’ নামের বই লেখার সময় এসেছে। নইলে ইন্টারনেটের কল্যাণে আমরা সারা দুনিয়া হাতের মুঠোয় পেলাম, কিন্তু এখনো কেন শিখলাম না- ব্যক্তিগত সম্পর্ক ঠিক কোন জায়গায় গেলে কোনটা জিজ্ঞেস করতে পারি আর কোনটা পারি না? ২১.৪.২৪। ফেসবুক থেকে